চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার চিহ্নিত নারী মাদককারবারী পলি বেগম (২৮) ও তার ভাই-বোনসহ পাঁচ মাদককারবারীকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২৫) সকালে গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।
অভিযানে আসামীদের বাড়ি থেকে ৩৯০ পিস ইয়াবা, ২০০ গ্রাম গাঁজা, নগদ ৪১ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
পুলিশ জানায়, স্থানীয় গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ বাজার এলাকায় মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়।
অভিযানে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মানিক কাজীর ছেলে কাজী আহমেদ শরীফ (৩৫), আব্দুল কাদেরের ছেলে আয়ূব ভূঁইয়া (৪৫), আকবর আলীর ছেলে খোরশেদ আলম (৩৮), মানিক কাজীর মেয়ে পলি বেগম (২৮) ও নাজিয়া আক্তার কাঁকন (২৫) কে গ্রেফতার করা হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন ফারুক জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন