মহান একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগি সংগঠনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় নারায়ণপুর বাস স্ট্যান্ড থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নারায়ণপুর বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নারায়ণপুর ডিগ্রি কলেজ মাঠে গিয়ে শেষ হয়। পরে নারায়ণপুর ডিগ্রি কলেজ শহীদ মিনারে পুষ্পস্তবক অপর্ণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. গোলাম জিলানী তালুকদার, সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম মিয়াজি, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মো. কাজী সুলতান, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. শহীদ মিয়াজি, সদস্য সচিব মিঞা মো. ফারুক, যুগ্ম আহ্বায়ক মো. সোহাগ বকাউল, মো. শাহাদাত প্রধান, মো. কাউছার প্রধান, খাদেরগাঁও ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. খোরশেদ আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা মো. সুমন মোল্লা, মো. জিসান ঢালী, মো. ইউনুস বকাউল, খাদেরগাঁও ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. সোলাইমান প্রধান, সদস্য সচিব মো. রাশেদ কাজী, মো. মহসিন পাটোয়ারীসহ বিএনপির অঙ্গসহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
মন্তব্য করুন