বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কত্ব নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছেন নাজমুল হোসেন শান্ত। সম্প্রতি ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি স্বীকার করেছেন যে তিন ফরম্যাটের নেতৃত্ব সামলানো কঠিন হয়ে উঠেছিল তার জন্য, যে কারণে তিনি বোর্ডকে জানিয়েছিলেন যে কাজটা তার জন্য সহজ নয়।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল, তা এখন শেষ। নতুন অধিনায়ক খুঁজছে বিসিবি, তবে শান্ত অধিনায়কের পদে থেকে যাওয়াটাও খুব সম্ভব। তবে নতুন অধিনায়ক হয়ে যেই আসুন, তার জন্য শান্ত বোর্ডের কাছে অনুরোধ করেছেন যে নতুন অধিনায়ককে যেন যথাযথ কর্তৃত্ব ও গুরুত্ব দেওয়া হয়।
নাজমুলের নেতৃত্বে বাংলাদেশ বেশ কিছু সাফল্য অর্জন করেছে, যার মধ্যে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টেস্ট জয়, নিউজিল্যান্ডের মাটিতে ওয়ানডে ও টি-টোয়েন্টি জয় এবং পাকিস্তানে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ অন্যতম। তবে ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজে বাজে পারফরম্যান্স দলকে চাপে ফেলে।
২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত মেয়াদ ছিল তার, আপাতত তা নিয়ে নতুন কিছুই জানায়নি বিসিবি। তবে নতুন অধিনায়ক নিয়ে শান্তর অভিমত তাকে যেন বড় সময়ের জন্য অধিনায়ক করা হয়।
তিনি বলেন, আমি মনে করি, যেই অধিনায়ক হোক—আমি বা অন্য কেউ—তাকে দীর্ঘ মেয়াদে দায়িত্ব দেওয়া উচিত। কারণ আমরা এখন ২০২৭ বিশ্বকাপের কথা বলছি। বোর্ড যখন কাউকে অধিনায়ক করছে, তার ওপরই বিশ্বাস রাখছে।’
তার মেয়াদে নেতৃত্বে কেমন স্বাধীনতা উপভোগ করেছেন? এ প্রসঙ্গে তিনি বলেন, আমি বলব, এখন পর্যন্ত ৮০ থেকে ৯০ শতাংশ প্রতিশ্রুতি রাখা হয়েছে। বিসিবিকে তার পরামর্শ, নতুন অধিনায়কের ক্ষেত্রেও তা যেন এমনই রাখা হয়, ‘সত্যি বলতে, আমি যখন কিছু চেয়েছি, তখন কোনো বাধা আসেনি। আশা করি, এটা এভাবেই থাকবে।
মন্তব্য করুন