চাঁদপুরের মতলব দক্ষিণে পুকুরে বিষ প্রয়োগে প্রায় আড়াই লক্ষাধিক টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়নের হুরমহিষা গ্রামের মিয়াজী বাড়ির নুরুল ইসলাম মিয়াজীর পুকুরে এ ঘটনা ঘটে। গত এক সপ্তাহ ধরে পুকুরের মাছ মরে ভেসে উঠতে থাকে। প্রথমে মাছ চাষি নুরুল ইসলাম মনে করেছিলেন প্রাকৃতিক কারণে মাছ মারা যাচ্ছে। পরে পানি এমোনিয়া পরীক্ষা করলে পানিতে কোন সমস্যা পাওয়া যায়নি। ধারনা করা হচ্ছে পূর্বশত্রুতার জের ধরে পুকুরে বিষ প্রয়োগ করে মাছগুলো মেরে পেলা হয়েছে।
ভুক্তভোগী নুুরুল ইসলাম মিয়াজী জানান, পূর্বশত্রুতার জের ধরে সরাসরি আমার কোন ক্ষতি করতে না পেরে রাতের অন্ধকারে পুকুরে বিষ প্রয়োগ করেন দুর্বৃত্তরা। এতে পুকুরে থাকা আনুমানিক প্রায় ২ থেকে আড়াই লাখ টাকার মাছ মারা যায় আমার।
খোঁজ নিয়ে জানা যায়, ইউনিয়নের হুরমহিষা এলাকার মো. নুরুল ইসলাম মিয়াজী নিজ বাড়ির ৮১ শতক পুকুরে মাছের খামার করেছেন তিনি। রাতে কোনো এক সময় তার পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। এতে পুকুরটিতে চাষ করা কার্পু, গ্লাস কাপ, সরপুটি, কাতল, রুই, বাটা, ব্রিগেড, সিলভার কাপসহ বিভিন্ন প্রজাতির দুই থেকে আড়াই লক্ষাধিক টাকার মাছ মারা যায়। পুকুরপাড়ে গিয়ে মাছ মরে ভেসে উঠতে দেখে হতবাক হয়ে যান নুরুল ইসলাম মিয়াজী।
স্থানীয় প্রতিবেশিরা জানান, কেবা কাহারা রাতের আধারে তার পুকুরে বিষ প্রয়োগ করেছে। তার পুকুরে থাকা বেশির ভাগ মাছেই মারা গেছে। যারা এ কাজ করেছে তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, ভুক্তভোগী বিষয়টি আমাকে জানিয়েছে। আমি আইনী প্রদক্ষেপ নিতে বলেছি।
মন্তব্য করুন