চাঁদপুরের ফরিদগঞ্জে ফারুক বেপারী (৩০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক হয়েছে। রোববার (২ মার্চ) রাতে উপজেলার চরদু:খিয়া পশ্চিম ইউনিয়নের বিশকাটালি গ্রাম থেকে তাকে যৌথ বাহিনী অভিযান চালিয়ে আটক করে। এ সময় তার কাছ থেকে ১১ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ৭২ পিস ফেনসিডিল ও ১ হাজার ১শত ২৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
জানা গেছে, বাংলাদেশ সেনাবাহিনীর চাঁদপুরের দায়িত্ব থাকা লেফটেন্যান্ট নাঈম ও সিনিয়র অফিসার জিয়াউল হক, ফরিদগঞ্জ থানার এসআই জাহাঙ্গীর আলম ও এসআই এরশাদের নেতৃত্বে এই যৌথ অভিযানে মাদকসহ ফারুক বেপারীকে আটক করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম জানান, আটক ফারুক বেপারীর বিরুদ্ধে চাঁদপুর সদর থানায় চারটি মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর সোমবার (৩ মার্চ) চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
মন্তব্য করুন